বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী নয়ন বন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার গোহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নয়ন বন্ড গোহাট্টা এলাকার জাকিরের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ১২টি মামলা বিচারাধীন রয়েছে।
সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ১২টি মামলাসহ তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।