বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ ও ১৫নং ওয়ার্ডে প্রবীণদের মাঝে বয়ষ্ক ভাতা বই বিতরণ করেছেন সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩, ১৪, ১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি। শনিবার সকালে উকিলপাড়া নিজ কার্য্যালয়ে এ ভাতা বই বিতরণ করেন তিনি।
বিন্নি বলেন, বর্তমান সরকার বয়ষ্ক ভাতাসহ সকল প্রকার ভাতার প্রাপ্ত অর্থ বৃদ্ধি করেছেন। যা আমাদের জন্য একটি বড় পাওয়া। এতে করে প্রবীণ ও অসহায়, প্রতিবন্ধী ভাতা গ্রহীতা মানুষগুলো কারো কাছে হাত না পেতে নিজের ভাতার টাকায় তাদের চাওয়া পাওয়াগুলো কিছুটা হলেও পূরণ করতে পারছেন। দোয়া করবেন, আমৃত্যু যেন এভাবেই আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।