বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমানের নিজস্ব উদ্যোগে আয়োজিত মাসব্যাপী মশক নিধণ কর্মসূচীর অব্যাহত রয়েছে। নগরবাসীকে ভয়াল জীবানু বহণকারী ডেঙ্গু ও এডিস মশার ছোবল থেকে রক্ষা করতেই এ পদক্ষেপ নেন এই সাংসদ পুত্র।
এর ধারবাহিকতায় শনিবার দুপুর থেকেই ২২নং ওয়ার্ডের র্যালি আবাসিক, রূপালী আবাসিক, আমিন আবাসিক, র্যালি আবাসিক এবং লেজারার্স আবাসিক এলাকা সহ ২৩ ও ২৪ নং ওয়ার্ডেও ফকারের মাধ্যমে মশার ওষুধ ছিঁটানো হয়।
এসময় ডেঙ্গু রোগ প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন সচেতনামূলক নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ, ২২ নং, ২৩ নং ও ২৪নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।