বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ এ নতুন করে যাত্রা শুরু করলো ভলিন্টিয়ার ফর বাংলাদেশ! ‘জাগো ফাউন্ডেশন’ এর অঙ্গসংগঠনটি বাংলাদেশের অন্যতম প্রধান সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে। তাদের উদ্দেশ্য সেচ্ছাসেবীদের মাধ্যমে নারায়ণগঞ্জ এর সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান করা।
শুক্রবার বিকেলে তারা ওয়ার্কশপের আয়োজন করেন
ইনোভেটিভ ওয়ার্কশপ এ উপস্থিত ছিলেন ‘জাগো ফাউন্ডেশন’ এর কর্মকর্তা মোসাদ্দেক হোসেন রুবেল ও অবনী। এ সময়ে তারা নারায়ণগঞ্জ এ সামনে ভিবিডি এর কোর কমিটি করে কাজ শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তাদের সহযোগিতায় ছিলেন আরিফিন রওশন হৃদয়, রিদওয়ান আমিন, সারফারাজ সুলতান, সামসুর রহমান, সাইদুজজামান, আলিফ, নাহিদ, নূর হোসাইন হীরা, তানিয়া, মিম, রাবেয়া, আলিফ, কামরুল প্রমুখ।