বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্য বিবাহ।
৯ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
উর্মি চারিগাও গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে ও স্থানীয় স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে উর্মি আক্তারের বিয়ের দিন তারিখ ঠিক করা হয় পাশ্ববর্তী চারিগাঁও মেরারটেক গ্রামের মতিউর রহমানের ছেলে শাহাদাতের সাথে । এদিকে দুই পক্ষই বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেছেন।
এরই মধ্যে বাধা হয়ে দাড়ালেন প্রশাসন। গোপনে খবর পেয়ে বর আসার আগেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ে বাড়ীতে অভিযান চালায়।
এ সময় মেয়ের অভিভাবকদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং ১৮ বছর পূর্ণ হলে বিয়ে দিবে বলে সেই মুচলেকা দেন। ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে বর আর বিয়ে বাড়ীতে আসেনি।