বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের গোগনগরে রাস্তা পারাপারের সময় প্রিমিয়ার সিমেন্টের ট্রাকের চাপায় দ্ইুজন পথচারী নিহত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার গোগরনগর উত্তর মসিনাবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোগনগর এলাকার ভাষানী সরদারের ছেলে মো জামাল হোসেন (৪০) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫)।
এসময় বিক্ষোভকারী জনগন অবরোধ করে সড়কে অগ্নি সংযোগ করে এবং প্রিমিয়ার সিমেন্টের একটি গাড়ি ভাংচুর করে। পরে নিহতদের বিচার দাবি করে বিক্ষোভ করে তারা। এ ঘটনায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী জানান, আজ সকালে প্রিমিয়ার সিমেন্টের গাড়ির চাপায় দুইজন পথচারী নিহত হয়। পরবর্তীতে জনগন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে।