বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউপির সোনাখালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে দফতরি মনির হোসেন।
বুধবার সকালে ওই বিদ্যালয়ের একটি কক্ষে ঘটনাটি ঘটে। ঘটনার পর ছাত্রী অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় সন্ধ্যায় সোনারগাঁ থানায় মামলা করেন স্কুলছাত্রীর মা। মনির একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিষয়টি জেনে সে পালিয়ে যায়।
স্কুলছাত্রী জানায়, বুধবার সকালে বিদ্যালয়ে যাই। ওই সময় শিক্ষক ও আমার সহপাঠীরা আসেনি। তখন আমাকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে দফতরি মনির হোসেন। এ ঘটনা কাউকে জানালে ক্ষতি করবে বলে হুমকি দেয় মনির। সেদিন অসুস্থ হয়ে পড়লে বাসায় চলে আসি। শনিবার আরো অসুস্থ হলে বিষয়টি চাচিকে জানাই।
ওই ছাত্রীর চাচি জানান, বিষয়টি জেনে আমি তার মাকে বলি। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় তার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, ঘটনাটি ওই ছাত্রীর অভিভাবক জানিয়েছেন। দফতরি মনির হোসেন ঘটনার পর পালিয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত দফতরি মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।