বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী মামুন মিয়া ও এক মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন ও রূপসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মিয়া কাঞ্চন এলাকার আব্দুল হেকিম আলী মাষ্টারের ছেলে ও রূপসী এলাকার জামাল উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন।
রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই এনামুল হক জানান, গত ১০ বছর আগে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গোসাইরচর এলাকার আমির হোসেনের মেয়ে শেফালী আক্তার পপির সঙ্গে কাঞ্চন এলাকার আব্দুল হেকিম আলী মাষ্টারের ছেলে মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের ২ বছর পর তাদের কোলজুরে কন্যা সন্তান হয়। এরপর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর শেফালী আক্তার পপি ২০১৩ সালের ১৫ জানুয়ারী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া সহকারী জজ ও পারিবারিক আদালতে দেনমোহর ও সন্তানের ভরন পোষনের অভিযোগে মামলা দায়ের করেন। গত ২০১৪ সালের ২৮ এপ্রিল মুন্সিগঞ্জ জেলা আদালত মামুন মিয়াকে ৩ মাসের কারাদন্ড ও ৩ লাখ ৫ হাজার ৬৬৬ টাকা জরিমানা করেন। এরপর থেকেই মামুন মিয়া পলাতক রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, রূপসী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবাসহ মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।