বিজয় বার্তা ২৪ ডট কম
সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ৪-আসনের সংসদ সদস্য এ.কে.এম.শামীম ওসমানের জনসভায় মহনগর ছাত্রলীগের সিনিয়র সহঃসভাপতি শুভ রায় (বাকের ভাই) দেওভোগ, নন্দিপাড়া, আমলাপাড়া সহ বেশ কয়েকটি ইউনিট কে একত্রিত করে গলাচিপা সুগন্ধা বেকারি হতে হাজারও নেতা কর্মী নিয়ে জেলা ও মহানগর ছাত্রলীগের মূল পয়েন্ট চাষাড়া বালুর মাট এলাকায় এক বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়, এবং সেদিক থেকে মুল মিছিলের সাথে যুক্ত হয়ে জনসভা স্থলে যান।
এসময় সাথে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শান্ত খান, শামীম রানা, আলামিন, অভি খান, মোঃইমন, ও মহনগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবির, রতন, সৃজন সহ অন্যান্য তৃনমূল নেতা কর্মীবৃন্দ। সেসময়-অয়ন ওসমানের স্বরনে ভয় করি না মরনে। অয়ন ভাইয়ের নেত্রিত্বে আমরা আছি এক সাথে। এই স্লোগানে স্লোগানে কম্পিত হয় রাজপথ।