বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে তিন ট্রলার ভর্তি ৪১ হাজার ৮’শ লিটার চোরাই পাম ওয়েলসহ রফিক নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহষ্পতিবার দিবাগত রাতে সোনারগাও উপজেলার ছয়হিস্যা নদী ঘাটে অভিযানে চালিয়ে এই পাম ওয়েল তেল সহ গ্রেফতার করে তাকে র্যাব-১১। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় শহরের সেন্ট্রাল খেয়াঘাটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর সিও লেফটেনেন্ট কর্ণেল কাজী শামসের উদ্দিন।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৪২) সোনারগায়ের ছয়হিস্যা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
শামসের উদ্দিন জানান, গ্রেফতারকৃত রফিককে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এই চোরাই পাম ওয়েল কেনাবেচা করে আসছিল। দিবাগত রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পাম ওয়েল সহ তাকে গ্রেফতার করা হয়। এমনকি তাকে আইনের আওতায় না আনার জন্য র্যাব সদস্যদের ১০ লাখ টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করেছিলো। পরে তাকে ঘোষের টাকাসহই গ্রেফতার করা হয়। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সোনারগাও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসম আরো উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর উপ পরিচালক(মিডিয়া অফিসার) তালুকদার নাছমুছ সাকিব, র্যাব-১১ এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ উর্ধ্বত্বন কর্মকর্তাগন।