বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলারে ডাকাতির সময় ডাকাতদের ছুরিকাঘাতে নদীতে পড়ে নিখোঁজ বাল্কহেড চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তির থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ভোর ৬টায় গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারি বলেন, বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়ে চালক রশিদ নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়। পরবর্তীতে বৃহস্পতির (৫সেপ্টেম্বর) দিনভর নদীতে তল্লাশি চালিয়েও তার কোন খোঁজ মেলেনি। এদিকে শুক্রবার ভোরে লাশটি শীতলক্ষ্যা নদীর মেঘনা ডিপো এলাকায় ভাসতে দেখে স্থাণীয়রা থানায় ফোন করে বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।
উল্লেখ্য বুধবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক একটায় সিদ্ধিরগঞ্জের সাধুরঘাট এলাকায় ডকাতির কবলে পড়ে এম ভি আল ওলি নামের একটি বাল্কহেডসহ আরো ৬টি বাল্কহেড। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে এম ভি ওলির চালক রাশেদ পাটোয়ারি (৩২) আহত হয়ে নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়। এদিকে এই ঘটনায় বৃহস্পতিবার সকালে নৌ পুলিশের নারায়ণগঞ্জ এসপি খন্দকার ফরিদুল ইসলাম, পদোন্নতি প্রাপ্ত এসপি জনাব হুমায়ন কবির, নৌ-পুলিশের সার্কেল এএসপি আনিসুর রহমান, নৌ-পুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ওসি আব্দুল হাকিম, কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফরিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বৃহস্পতিবার বেলা ১২ টায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের ষ্টেশন অফিসার হাবিব উল্লাহর নেতৃত্যে পাঁচজনের একদল উদ্ধারকর্মী ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং উদ্ধার কাজ শুরু করে। এছাড়াও উদ্ধার কাজের সহযোগিতায় আছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সবুজ সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিকে খোঁজ নিয়ে জানা যায় রাতে নদীতে বাল্কহেড চলাচলের কোন অনুমতি না থাকলেও পুলিশকে ম্যানেজ করে ঝুঁকি নিয়ে চলাচল করছে বাল্কহেডগুলো। এতে করে প্রায়সময়ই ঘটছে নানাবিধ দুর্ঘটনা।