বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডে ডাকাতদের হামলায় রাশেদ আল ওলী নামে এক চালক নিখোঁজ রয়েছেন। বুধবার রাতে নদীর সিদ্ধিরগঞ্জের আদমজী অংশে এ ঘটনা ঘটে।
নৌযান শ্রমিকদের নেতা সবুজ শিকদার জানান, বুধবার রাতে নদীতে সাতটি বাল্কহেড ডাকাতির কবলে পড়ে। এর মধ্যে একটি বাল্কহেডের চালকের গলায় ছুরিকাঘাত করে ডাকাতরা। এতে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর তার সন্ধান পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ থানার ওসি হাকিম জানান, ঘটনাস্থল কাঁচপুর নৌ পুলিশের অধীনে। খবর পেয়ে সেখানে গিয়েছি। এছাড়া এসপি মহোদয়ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ চালকের সন্ধানে কাজ চলছে।