বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন মামলার শান্ত ও শুভ নামে প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছেন র্যাব। বুধবার ভোরে টাঙ্গাইল জেলার এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত এসএম সামাদের ছেলে আব্দুল কাদের শান্ত (১৯) ও একই এলাকার মৃত মিজানের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে শুভ (২৩)।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব ১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ১১ এর সিও লেঃ কর্নেল কাজী শমসের উদ্দিন।
তিনি আরো জানান, বুধবার ভোরে তাদেরকে টাঙ্গাইল জেলার এলেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে থেকেই তাদের শনাক্ত করে তাদের উপর নজর রাখছিল র্যাব।
গত ২৮ আগস্ট রাতে তেল কিনতে বাসা থেকে মুদি দোকানে আসলে সেখান থেকে পূর্ব পরিচিত রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাত ২/৩ জন মিলে ফতুল্লা রেলস্টেশন জোড়াপুল বালুর মাঠে নিয়ে গণধর্ষণ করে এবং কাউকে কিছু না বলতে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এঘটনায় রাজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে শান্ত ও শুভ তাদের ধর্ষনের দায় শিকার করেছেন।
পরে ২৯ আগস্ট ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।