বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ কতৃক শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ আগস্ট) নগরীর ২নং রেলগেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করে পুণরায় ২নং রেলগেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আপনারা জানেন স্বাধীনতার পর হাজার হাজার মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। একই সাথে তাদের বিভিন্ন ভাবে লাঞ্চনা করা হয়েছিল। প্রাধনমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের পুর্ণবাসনের ব্যবস্থা করেছেন। সেই সাথে তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমরা আমাদের ঐক্যবদ্ধতার মধ্য থেকে প্রমাণ করবো আওয়ামীলীগ এক। তিনি সকল নেতার প্রতি আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগকে সুন্দর সুশৃঙ্খল দল গড়ে তোলার প্রত্যয়ে সকলে কাজ করবেন। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।
র্যালীতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা, জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, জানে আলম বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ।