বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমাকে অনেকে পিছন থেকে হত্যার চেষ্ঠা করে। একবার দুবার নয় বহুবার চেষ্ঠা করা হয়েছে। আমার নেত্রী শেখ হাসিনা বলেন, আল্লাহ আমাকে বাঁচাতে বাঁচাতে টায়ার্ড হয়ে গেছেন। আমি বাঁচি আর মরি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে খানপুরস্থ ৩’শয্যা হাসপাতাল প্রাঙ্গণে জেলা স্বাধীনতা চিকিৎসা পরিষদের(স্বাচিপ) উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
তিনি আরো বলেন, কবে চলে যাই ঠিক নাই। কিন্তু যতদিন বেঁচে আছি কাউকে নারায়ণগঞ্জ নিয়ে খেলতে দিবো না। আওয়ামীলীগ মানে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ছিল, আছে। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ শেখ হাসিনার, বঙ্গবন্ধুর আওয়ামীলীগ। এই আওয়ামীলীগ ছিল আছে এবং শেখ হাসিনার থাকবে। ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, চারদিকে ষড়যন্ত্রের গন্ধ পাই। আপনার প্রস্তুত হন,সজাগ থাকেন । চারদিকে যখন দেখবেন দলের জয়জয়কার তখন দেখবেন আসলের চেয়ে নকল ডুকে গেছে বেশী। নারায়ণগঞ্জের নকলরা আওয়ামীলীগ নিয়ে খোঁচাখোচি করছেন। আমি আওয়ামীলীগের ও শেখ হাসিনার সাচ্চা কর্মী হিসেবে বলতে চাই নারায়ণগঞ্জ নিয়ে খেলবেন না। আপনাদের নারায়ণগঞ্জ সম্পর্কে আইডিয়া নাই। আমি চাই না এই আইডিয়া তে দেখাতে। কিন্তু এখন দেখানোর সময় এসেছে।মুখোশ উন্মোচন করলে পরে মুখ দেখাতে পারবেন না। এই নারায়ণগঞ্জের মানুষ আপনাদের ছেড়ে দিবেনা। সময় থাকতে সাবধান হয়ে যান।
এসময় স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেনম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।