বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ১’শ পিছ ইয়াবাসহ রাসেল (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (২৭ আগষ্ট) রাতে বন্দর থানাধীন ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিলের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক সিরাজ উদ দৌল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫০(৮)১৯। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী রাসেল বন্দর থানার মুরাদপুর এলাকার গুলজার মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।
এদিকে বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর কৃষœপুর কলোনী এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী আলতাফ (৫০) আলীনগর এলাকার সোয়েব নুরপুরী মিয়ার ছেলে রায়হান মুজিব (৩৫) ও কল্যান্দী এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে সদর থানার ২২(১২)১৪ নং দ্রুত বিচার আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জুম্মান (২৫)। ধৃত ৩ পলাতক আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।