বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বর্তমানে র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চুরি, ছিনতাই, অপহরণ এবং দুষ্কৃতিকারী চক্রের দৌরাত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার ফলে চোরাই মালামাল উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতারে সার্বক্ষনিকভাবে র্যাব অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৭ আগষ্ট (মঙ্গলবার) বিকাল ৬টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন উত্তর লক্ষণখোলা এলাকায় অভিযান চালায়। অভিযান কালে ০৬টি তেলের ড্রামে প্রতিটি ড্রামে ২০০ লিটার করে সর্বমোট ১২০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা করেন। যার আনুমানিক মূল্য ৭৮,০০০/-(আটাত্তর হাজার) টাকা। ওই সময় তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য উত্তর লক্ষনখোলা এলাকার ইমান আলী মিয়ার ছেলে আক্তার হোসেন (৪৫)কে গ্রেপ্তার করে। ওই সময় পিতা র্যাবের উপস্থিতি টের পেয়ে তেল চোরাই চক্রের অন্যতম সদস্য একই এলাকার আরফান মিয়ার ছেলে আলী আহমদ (৫৫) কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ৫১(৮)১৯ ধারা- ৪১৩/৪১৪ পেনাল কোড ১৮৬০। এ ব্যাপারে র্যাব-১১ সাংবাদিকদের জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বন্দর থানাসহ আশপাশ এলাকায় সুকৌশলে তেল চুরি করে চোরাই তেলের ব্যবসা করে আসছে। তাদের এই চোরাই তেল ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট সুকৌশলে দীর্ঘদিন যাবৎ তেল চুরি আসছে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল সরবরাহ করে থাকে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।