নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের গোগনগরে এবার স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার গোগনগর এলাকায় তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার ইব্রাহিম মিয়া ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গোগনগর এলাকার হারুন রশিদের ছেলে।ওই স্কুল ছাত্রী জানান, স্যার আমাকে তার কক্ষে ডেকে নিয়ে মিষ্টি খেতে দেয়। মিষ্টি খাওয়ার এক পর্যায়ে ওনি আমাকে পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমি চিৎকার করলে এলাকাবাসী এসে শিক্ষককে গণধোলাই দিয়ে স্কুলের একটি কক্ষে তালাবন্ধ করে রাখে।অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ছাত্রী আমার মেয়ের মতো। পূর্ব শত্রুতার জের ধরে এ অভিযোগ এনে আমার ওপর হামলা করা হয়েছে।’ওই স্কুলের প্রধান শিক্ষক রবিন মিয়া বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তাই স্কুলে তেমন ছাত্র-ছাত্রী আসেনি। এ কারণে আমরা সকল শিক্ষক সিদ্ধান্ত নিয়েছি ছুটি দেওয়ার। এমন সময় হই চই শুনে বেরিয়ে দেখি আমাদের এক সহকারী শিক্ষককে মারধর করা হচ্ছে। কেন মারধর করছে তা এখনও পরিস্কার ভাবে কিছু জানতে পারিনি।অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম মিয়া বলেন, ওই ছাত্রীর খালা আমাদের স্কুলে তার এক আত্মীয়কে এসএসসি রেজিস্ট্রেশন করতে বলেন। সময় না থাকায় তাকে আমি ফিরিয়ে দেই। এছাড়া ওই ছাত্রীর সাথে স্কুলের এক ছাত্রের সাথে সম্পর্ক রয়েছে। তা জানাজানি হলে তার পরিবার আমাদের কাছে আসে। আমি সমাধান করে দেই। সে থেকে ওই ছাত্রী ও তার পরিবারে লোকজন আমার ওপর ক্ষিপ্ত।নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) আব্দুল মালেক জানান, ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। তবে এখনও এ ঘটনায় কোন মামলা হয় নাই।