বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৭ সালে হাবুকে একটি অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। সেই মামলায় দীর্ঘ শুনানীর পর নারায়ণগঞ্জের দায়রা জজ আদালত সম্প্রতি হাবুকে ১০ বছরের সাজা প্রদান করেন। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্বে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। তারই পরিপ্রেক্ষিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে আদালত হাবুকে কারাগারে পাঠায় বলেও জানান ওসি।