বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে নির্ধারিত পাটের বস্তার পরিবর্তে অবৈধ পলিথিনজাত বস্তায় চাউলে সংগ্রহের দায়ে ৪ চাউলের আড়ৎকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ২৬আগষ্ট সকালে থানার মদনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় তাদের এ সাজা প্রদান করা হয়।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর নেতৃত্বে মদনপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঐ বাজারের ৪ চাউলের আড়ৎ-এ বাধ্যতামূলক পাটজাত মোড়কের পরিবর্তে অবৈধ পলিথিনজাত মোড়ক ব্যবহারের দায়ে ৫ হাজার করে ২০ হাজার টাকার আর্থিক দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পিন্টু বেপারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।