বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত করা হয়েছে
সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান।এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. মোহসিন মিয়া, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রাহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক আবু আল মুজাহিদ পলু, জিপি এড. মেরীনা বেগম, এপিপি এড. জাসমীন, এপিপি এড. নূর নবী লিটন, এড.সুইটি ইয়াসমিন, এড.নুরজাহান বেগম, সিনিয়র আইনজীবী এড. খলিলুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা তাদের এদেশের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন এবং তার সৃত্মিচারন করে বক্তব্য প্রদান করেন
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও পরিবার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। পরে সবার মাঝে রান্না করা খিচুরী খাবার বিতরণ করা হয়।