বিজয় বার্তা ২৪ ডট কম
১৭নং ওয়ার্ডের পাইকপাড়ায় একটি সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে পাইকপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় প্রায় পাঁচ হাজার তিনশত ফুট সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিমম বাবু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান।
সিটি কর্পোরেশনের অর্থায়নে আরসিসি ঢালাইয়ে রাস্তাটি নির্মিত হবে।
উদ্বোধন শেষে কাউন্সিলর বাবু বলেন, ইতিমধ্যে তিনি ১৭নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পাদন করেছেন। বর্তমান সরকারের সময় কোনো রাস্তাঘাট ভাঙা থাকবে না উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়নে সরকারেরর পক্ষ থেকে প্রচুর বরাদ্দ দেওয়া হচ্ছে।
রাস্তা উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা শহীদ উল্লাহ, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার নাজমুল হক, ওয়ার্ড সচিব রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।