বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের স্থানীয় চৈতনকান্দা এলাকায় বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কিশোরি মা বাদী হয়ে রোববার থানায় একটি মামলা করেছেন। তবে অভিযুক্ত আরিফ কে (২৩) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সে ওই এলাকার রুপ মিয়ার ছেলেমেয়েটির মা জানান. জানান, গত ৪ মাস যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে তার ১৬ বছরে মেয়েকে ধর্ষণ করে আসছে আরিফ। আরিফ উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের রুপ মিয়ার ছেলে।
ধর্ষিতা জানান, গত ৪ মাস যাবত ধর্ষক আরিফ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন জায়গায় ঘুরার কথা বলে তার ইচ্ছার বিরুদ্বে বহুবার শারীরিক এবং দৈহিক সর্ম্পক গড়ে তোলে। এখন তাকে রেখে অন্য মেয়ের সাথে সর্ম্পক গড়ে তুলে লম্পট আরিফ। এ সময় তাকে বিয়ের করার কথা বলেলে সে তাকে বিষ খেয়ে মরে যাওয়ার কথা বলে। তার কথা অনুযায়ী গত মঙ্গলবার বিষপান করে আত্মহত্যার চেস্টা করে।
এ অবস্থায় ধর্ষিতা কোন উপায় খুজে না পেয়ে তার মার কাছে সমস্ত ঘটনা খুলে বলার পর তার মা ধর্ষক আরিফের বাবা-মাকে এ ঘটনা জানালে তারা ধর্ষিতার সাথে আরিফের বিয়ের আশ্বাস দেন । কিন্তু বিয়ের আশ্বাস দেওয়ার অনেক দিন অতিবাহিত হলেও এখন তারা নানান তালবাহানা করছে। গত ২৩ আগষ্ট ধর্ষিতার মা ধর্ষকের পরিবারকে আবারো বিয়ে করার কথা জানালে তারা ধর্ষিতার মা ও ধর্ষিতাকে মেরে ফলার হুমকি দেন। পরে ও দিন আড়াইহাজার থানায় এসে ধর্ষিতার মা ছেতারা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।