বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও আওয়ামীগীগের প্রভাশালী নেতা শামীম ওসমানের কাছে রাজনীতির অনেক কিছু শিখার আছে।
শনিবার রাতে ফেসবুকে পোষ্টে সাম্প্রতিক নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আজকাল দেখছি রাজনীতি নিয়ে অনেকে অতি উৎসাহী হয়ে পরেছে। বেশী হতাশ হয়েন না, আবার অতি উৎসাহী হয়েন না। রাজনীতি বড়ই কঠিন খেলা। ভুল করবেন তো শেষ। বুঝে শুনে এগুতে হবে। জননেতা শামীম ওসমানের কাছে অনেক কিছু শেখার আছে। ১। ধৈর্য ২। আদর্শ ৩। নীতি ৪। কর্মীদের প্রতি ভালোবাসা ৫। সন্মান করা ৬। ঈমানি দায়িত্ব পালন করা ৭। বিশ্বাস অর্জন করা ৮। সততা ৯। পবিত্র চরিত্রের অধিকারি হওয়া ১০। মানবতা ১১। সাহসীকতা ১২। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল বিশ্বাস, আস্থা, ও সন্মান রাখা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।