বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১’তেই থাকছেন সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী ও মো. আলেপ উদ্দিন। এবং অদ্য তারিখ থেকে এই দুই কর্মকর্তার নামের পাশে অতিরিক্ত পুলিশ সুপার ব্যবহার হবে।
২০ আগস্ট বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে চলতি বছরের ৪ মার্চ আলেপ উদ্দিনকে লালমনির হাট ও জসিম উদ্দিন চৌধুরীকে বরগুনায় বদলী করার আদেশটি বাতিল করা হলো।
মো: আলেপ উদ্দিন জানান, লালমনির হাটের বদলির আদেশটি ছিলো গত আট মাস আগে। সেটি বাতিল করে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র্যাবেই বদলী করা হয়েছে। ফলে র্যাব-১১তে ছিলাম, এখানেই থাকবো।
এরআগে বাংলাদেশ পুলিশের নিজস্ব নিউজ পোর্টাল ডিএমপি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দীন চৌধুরীকে (অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) র্যাব সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং র্যাবের সহকারী পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনকে (অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) র্যাব সদরদফতরে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব হিসেবে রাখা হয়েছে।