বিজয় বার্তা ২৪ ডট কম
প্রবাসী স্ত্রী সাথে অনৈতিক কর্মকান্ডের সময় লম্পট স্বামী শামীম (৩২)কে হাতে নাতে আটক করেছে তারেই স্ত্রী। গত বুধবার রাতে বন্দর থানার ছালেহনগর এলাকায় একটি বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, বন্দর থানা ছালেহনগরস্থ এলাকায় প্রবাসী স্ত্রী ঝর্না বেগমের সাথে একই বাড়ি ভাড়াটিয়া শামীমের সাথে র্দীঘ দিন ধরে পরকিয়া সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি শামীমের স্ত্রী টের পায়। স্বামীকে হাতে নাতে আটক করার জন্য গত বুধবার সন্ধ্যায় শামীমের স্ত্রী ২ সন্তানের জননী বাড়িতে থাকবে বলে তার স্বামী জানায়। ওই সুযোগে লম্পট স্বামী শামীম রাতের আধারে ভাড়াটিয়া ঘরে প্রবাসী স্ত্রী ঝর্না বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডের সময় উৎপেতে থাকা স্ত্রী স্থানীয় এলাকাবাসী তাদের হাতে নাতে আটক করে। এ ঘটনায় ছালেহনগর এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।