বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ছনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নরসিংদী মাধবদীর কান্দাইল এলাকার রফিজউদ্দিনের ছেলে কামাল, একই এলাকার হযরত আলীর ছেলে মকবুল ভূঁইয়া, আমির উদ্দিনের ছেলে খবির, স্থানীয় আশোহাট এলাকার সৈয়দ বক্সের ছেলে শহিদুল মিয়া, পুরিন্দা এলাকার সোনা মিয়ার ছেলে রাশেদ মিয়া ও ছনপাড়া এলাকার আয়নাল হকের ছেলে মাসুদ মিয়া।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, রোববার সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে।