বিশেষ প্রতিনিধি,বিজয় বার্তা ২৪
কাঙ্খিত আনারস প্রতিক পেলেন বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুল হক আজিজ। ২০ মে সকালে উপজেলা নির্বাচন অফিসার সুমন মিয়া তার হাতে প্রতিক তুলে দেন। এ সময় জনপ্রিয় এই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উপস্থিত কয়েকশ নেতাকর্মী আনারস আনারস ধ্বনি তুলে উপজেলা প্রাঙ্গন প্রকম্পিত করে তোলে।
এ প্রসঙ্গে প্রার্থী আজিজুল হক আজিজ এক প্রতিক্রিয়ায় বলেন, আনারস প্রতিক চেয়েছিলাম পেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া।ইনশাল্লাহ্এই ভোটযুদ্ধে আমাকে জয়ী করেকলাগাছিয়াবাসী’র সেবা করারও তৌফিক দেবেন আল্লাহ্-করিম। (আমিন)।
তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে কলাগাছিয়া ইউনিয়নকে একটি আধুনিক উপ শহর হিসেবে গড়ে তুলব এবং নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করব। যাতে করে আমার ইউনিয়নের কোন নাগরিক আঙ্গুল তুলে বলতে না পারে আমি তাদের প্রত্যাশা পুরণ করতে পারিনি। এর পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও দুর্নিতির চিরতরে উৎখাত করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব শ্রমিক লীগের আহবায়ক ভিপি আরিফ, বন্দর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুমন, শ্রমিকলীগ নেতা মো: সোহেল, এড. মাসুম, মো: নুরুল আমিন, মো: গোলাপ, মো: বাতেন, মো: তপন, মো: রুবেল, মো: মহিন, মো: টিটু, মো: নজরুল, মো: কামরুল, মো: সেলিম, মো: আলমগীর, মো: কাউসার, মো: খোরশেদ ও মো: মনির প্রমুখ।