বিশেষ প্রতিনিধি,বিজয় বার্তা ২৪
জমি-জমার মত এওয়াজ বদলের মাধ্যমে প্রতীক বদল করেছে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদের দুই প্রতিদ্বন্দ্বি মোঃ আজিজুল হক আজিজ ও হাজী দেলোয়ার হোসেন প্রধান। গত নির্বাচনে হাজী মোঃ দেলোয়ারের প্রতীক ছিল আনারস। যা পেয়েছেন এবারের নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অগ্রাধিকার ভিত্তিতে দলীয় প্রতীক লাঙ্গল যার পাওয়ার কথা ছিল সেই জাপা নেতা মোঃ আজিজুল হক আজিজ। অপরদিকে তার দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন নব্য জাতীয় পার্টি’র সুযোগ সন্ধানী তথা সুবিধাবাদী নেতা হাজী মোঃ দেলোয়ার প্রধান।