বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
রূপকথার মতো ছিল তাদের প্রেম কাহিনি। কিন্তু হুট করেই বিচ্ছেদের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে হৃতিক রোশান এবং সুজান খানের দাম্পত্য জীবনের। শোনা যাচ্ছে, এ জুটির মধ্যে বরফ গলতে শুরু করেছে।
ইদানিং প্রায় সময়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। বিশেষ করে তাদের ছেলেদের জন্মদিনের পার্টিতে। এ ছাড়া একে অন্যের বিভিন্ন ব্যাপারে পাশে দাঁড়াতেও দেখা গেছে তাদের। কঙ্গনার সঙ্গে হৃতিকের বিবাদের সময় এ অভিনেতার পক্ষেই কথা বলেন সুজান।
কিছুদিন আগে এ দম্পতির ছোট ছেলের জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। তখন গুঞ্জন উঠেছিল আবার এক হচ্ছেন হৃতিক-সুজান।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি আবারও একটি পার্টিতে একসঙ্গে হাজির হয়েছেন হৃতিক-সুজান। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার অনু দেওয়ানের বাড়িতে আয়োজিত একটি পার্টিতে হাজির হয়েছিলেন তারা।
জানা গেছে, এ পার্টিতে আরো উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটার জহির খান, সুজানের কাজিন এবং অভিনেতা ফারদিন খান। তবে পার্টিতে তারা একসঙ্গে কোন ছবি তুলেননি। কারণ ক্রিকেটার জহির খান তাদের প্রাইভেসি দিতে সবাইকে অনুরোধ করেছিলেন।
তবে এই পার্টির একটি ছবি প্রকাশিত হয়েছে, যেখানে আনু দেওয়ান, ফারদিন এবং অন্যদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন সুজানও।