রুবেল শিকদার,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচিত মেয়র রফিকুল ইসলাম রফিক শপথ গ্রহন করেছেন। বুধবার বেলা ১১টার দিকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন করান ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী । শপথ গ্রহণ শেষে মেয়র রফিকুল ইসলাম রফিক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আধুনিক কাঞ্চন পৌরসভা গড়াই মূল উদ্দেশ্য । জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন জনগনের সেবা করতে পারলেই আমি ধন্য , বলে জানান তিনি ।