বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০৫ ইয়াবাসহ এক ডজন মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। তার নাম সোহেল ওরফে রনি (৩৫)। মঙ্গলবার দুপুরে দাপা ইন্দ্রাকপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদে ফতুল্লার দাপা ইন্দ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল ওরফে রনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায়, সে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।