নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হয়েছে। শেষ দিনে ১জন চেয়ারম্যান প্রার্থী ও ৪জন সাধারণ সদস্যসহ সর্বমোট ৪জন প্রার্থী তাদের স্ব স্ব প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এদের মধ্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির শাহ। এছাড়া মেম্বার পদে মদনপুর ৬ নং ওয়ার্ডের ১জন এবং বন্দর ইউনিয়নের ২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিকে মদনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ২জন প্রার্থীর মধ্যে একজন প্রত্যাহার করায় ওই ওয়ার্ডের একমাত্র প্রার্থী মোঃ সাদেক বিনাপ্রতিদ্বািন্ধতায় সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া। অপরদিকে মুসাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ওয়াসিম তার প্রার্থীতা প্রত্যাহার করলেও ওই ওয়ার্ডে আরো ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় মুখোমুখি হবেন। এরা হচ্ছেন মাসুদ রানা বাবু,আনোয়ার হোসেন,মোঃ আলম ও কাজী জসিম।