নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে মারুফা(১০) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রহার করেছে বদমেজাজী শ্রেণী শিক্ষক আলমগীর।বৃহস্পতিবার সকালে থানার মিরকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে থানায় কোন মামলা দায়ের হয়নি। স্থানীয়রা জানায়, মিরকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর হোসেন প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লাস করার সময় প্রশ্নের উত্তর লিখতে ভুল করায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারুফাকে প্রহার করে। এতে কোমলমতি ওই শিক্ষার্থী জখমও হয়। মারুফার স্বজনরা খবর পেয়ে বিদ্যালয়ের সামনে এসে জড়ো হলে বিদ্যালয় প্রাঙ্গণে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বিষয়টি নিস্পত্তি করে দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হলেও মীমাংসার সংবাদ পেয়ে তারা ফিরে আসে।
বন্দরে