নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে জামাল খান(৪৫)নামে বিদ্যুত আইনের ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত জামাল খান নবীগঞ্জ রেললাইন এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। ধৃতকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে বিদ্যুত চুরির দায়ে সম্প্রতি তার বিরুদ্ধে আদালত ৩ বছরের সাজার আদেশ দেন। দীর্ঘ দিন পালিয়ে থাকার পর মঙ্গলবার রাতে বন্দর থানার চৌকশ সহকারি উপ পরিদর্শক সাইয়্যাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।