সিলেট,বিজয় বার্তা ২৪
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া জঙ্গিবাদের পাহারাদার। বিএনপি জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসী উৎপাদনের কারখানা।
বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জাসদ সব সময় দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে ঐক্য করে। আমরা ঐক্যের মধ্যে আছি। শান্তি, সমৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় জাসদ কাজ করছে।
সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
দেশে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কর্মী সমাবেশে ইনু বলেন, জাতির ভাগ্য আবার নির্ধারণ হবে ওই নির্বাচনে। সুশাসন, শান্তি ও সমৃদ্ধির জন্য জনগণকে বেগম জিয়া এবং বিএনপি-জামায়াতকে বর্জন করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় নেতা সার্জেন্ট রফিকুল ইসলাম, জাসদ ঢাকা উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল¬া, সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আ.ত.ম সালেহ ও সিলেট জেলা জাসদ নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক প্রমুখ।