নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আলীগঞ্জ খেলার মাঠের রক্ষা করতে মহামান্য হাইকোর্টে মামলা করায় কেন্দ্রিয় শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশকে মোবাইল ফোনে হুমকি দাতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেট অফ গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সাহাদাৎ হোসেন সেন্টু, ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ ফারুক হোসেন, ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মো. সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম হুমায়ন কবির, নারায়ণগঞ্জ শ্রমিক কর্মচারী ঐক্য জোটের সমন্বয়ক গোলাম কাদির, ইউনাইটেট গার্মেন্টস অফ ফেডারেশন’র নেতা কবির হোসেন রাজু, ফতুল্লা থানা মটরযান ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় গোলাম কিবরিয়া সাত্তার বলেন, আলীগঞ্জ খেলার মাঠের রক্ষা করতে মহামান্য হাইকোর্টে মামলা করায় নারায়ণগঞ্জ জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা ও প্রধান উপদেষ্টা কেন্দ্রিয় শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে আমরা আজ মানববন্ধন করছি। হুমকি দাতাকে গ্রেফতার করতে নারায়ণগঞ্জ প্রশাসনকে আমরা চব্বিশ ঘন্টা আল্টিমেটাম বেঁধে দেওয়ার পরও তারা কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা এই মানববন্ধনের মাধ্যমে শ্রমিক নেতা পলাশকে হুমকিদাতাকে অতিশীঘ্রই গ্রেফতারের দাবি জানাচ্ছি। না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সাহাদাৎ হোসেন সেন্টু বলেন, আমাদের নেতা কাউছার আহমেদ পলাশকে হুমকি দেওয়ার ৭২ ঘন্টা পের হয়ে গেলেও কেন এখনো কাউকে পুলিশ গ্রেফতার করতে পারচ্ছে না। তাহলে পুলিশ প্রশাসন কি কারো একক নিয়ন্ত্রনে চলছে? যদি শ্রমিক নেতা পলাশের হুমকি দাতাকে পুলিশ খুঁজে বের করে গ্রেফতার না করে অন্যথায় ৭৪ টি শ্রমিক সংগঠনের ঐক্যবদ্ধভাবে আমরা রাস্তায় নেমে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। আর এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। তাই হুমকিদাতাকে অতি শ্রীঘ্রই গ্রেফতারের দাবি জানাচ্ছি।