নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ৪,৫ও৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মাসুদা বেগম। তিনি জানান, আমি মোসাম্মৎ মাসুদা বেগম। পিতা: মৃত চাঁন বাদশা। মাতা-মোসাম্মৎ সাপিয়া বেগম। আমি কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার সন্তান। ২০১১ হইতে ২০১৬ সাল পর্যন্ত কলাগাছিয়া ইউনিয়ন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে জনগনের মনোনীত ম্যান্ডেড পেয়ে মেম্বার পদে দায়িত্ব পালন করে আসছি। জানিনা কতটুকু সেবা দিতে পেরেছি তবে আমি সর্বদা সঠিকভাবে আমার ওয়ার্ডের জনগনকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি জনপ্রতিনিধি থাকাবস্থায় আমার ওয়ার্ডগুলোতে বাল্য বিবাহ ও ইভটিজিং অনেকটাই কমে গেছে। আমি নিজ দায়িত্বে এই সমস্যাগুলো নিধন করার চেষ্টা করেছি। মানুষের দুঃখ-দূর্দশার কথা শুনলে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করি। আমার পিতা মরহুম চাঁন বাদশা ছিলেন সদালাপি মিষ্টভাষী ও দানশীল ব্যাক্তি। জিবদ্দশায় তিনি জিওধরা কবরস্থানের জন্য পঁচিশ শতাংশ জমি দান করে গেছেন। কোন হতদরিদ্র লোক আমার বাবার কাছে এলে কখনো খালি হাতে ফিরত না। আমার বাবা অসহায় মানুষকে নিজের সন্তানের মতো ভালবাসত। আমি আমার বাবার আদর্শকেলালন করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি কলাগাছিয়া ইউনিয়নকল্যান্দি,নয়ানগর, জিওধরা,মুকফূলদী,সেলসারদি,দিঘলদি প্রত্যেকটি ওয়ার্ডের মা বোন ও ভাইদের নিকট একটাই দাবী আল্লাহতায়ালা আপনাদের ভালমন্দ বিচার করার যথেষ্ট জ্ঞান দিয়েছেন। অতিতে যদি আপনাদের পাশে থেকে কোন উপকারে কিংবা উন্নয়ন কর্মকান্ড,ন্যায় বিচার করে থাকি তাহলে ২০১৬ইং ৪ জুনের নির্বাচনে আমাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সর্বাত্বক সহযোগীতা,দোয়া ও সমর্থন প্রত্যাশী।