নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায় এবং ওসমান পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনার মধ্য দিয়ে কলাগাছিয়া বেবীষ্ট্যান্ড শ্রমিক কমিটি আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল সম্প্রতি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে সম্পন্ন হয়েছে। স্থানীয় ময়দানে আয়োজিত মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর সিএনজি-অটোরিকশা শ্রমিক কমিটির সভাপতি খান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর সিএনজি-অটোরিকশা শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও যুগ্ম সম্পাদক নয়ন আহমেদ। কলাগাছিয়া জামে মসজিদ কমিটির সহ-সভাপতি বশির আহাম্মদের সভাপতিত্বে মাহফিলে প্রধাণ বক্তা হিসেবে নূরানী বয়ান করেন সুদূর মুন্সিগঞ্জ জেলা সিরাজদীখান থানা এলাকা হতে আগত সুমধুর বক্তা হযরত আল্লামা আলহাজ্ব মাওলানা মাসুদ উল হাসান ফারুকী। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা হারুন অর রশীদ শরীয়তপুরী ও বন্দর বেবীষ্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবু সুফিয়ান আল কাদরী। প্রধাণ অতিথি’র বক্তব্যে খান মাসুদ বলেন,ইসলাম শান্তির ধর্ম। পেট্রোল দিয়ে যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরকে ইসলামের অনুসারী কিংবা মুসলমান বলা যায়না। মাওলানা সাহেবদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ইসলাম ধর্মের সঠিক রীতিনীতি মেনে চলুন,অন্যকেও সেইভাবে চলার পরামর্শ দিন। হানাহানি,কাটাকাটি আর বোমাবাজী কখনো শান্তি আনতে পারেনা। পরিশেষে প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনাসহ ওসমান পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।