বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শহরের দেওভোগ এলাকায় আলমগীর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ভাতিজা শাকিল তার লাশ উদ্ধার করে শহরের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সে মুন্সিগঞ্জের দশলং এলাকার লাল মিয়ার ছেলে ও ওই এলাকার নুরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
নিহতের স্বজনরা জানান, সে বিসিকের বিভিন্ন গামের্ন্টসের সাব কন্ট্রক্টার হিসেবে কাজ করতো। সম্প্রতি সে পুলিশের সোর্স হিসেবেও কাজ করতো। এলাকার কয়েকজন মাদক বিক্রেতাকে সে পুলিশের কাছে ধরিয়েও দেয়। ধারনা করা হচ্ছে পূর্বশক্রতার জের ধরেই এ হত্যাকান্ড হতে পারে।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে যারা জরিত তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।