নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের বলেছেন,বঙ্গবন্ধু স্বাধীনতার রূপকার। বঙ্গবন্ধুর নেতৃত্ব এদেশের লাল-সবুজ পাতাকা অর্জিত হয়েছে। এদেশ স্বাধীন না হলে মুক্তিযোদ্ধাদের নিশ্চিত ফাঁসি হতো। বঙ্গবন্ধু ছিলেন জনগণের বন্ধু আর এরশাদ হলেন পল্লী বন্ধু। এই জনগণের বন্ধু’র কণ্যা জননেত্রী শেখ হাসিনা আর পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে বাংলাদেশ ক্রমেই উন্নতির শিখরে অবতীর্ণ হতে চলেছে। রোববার বিকেল ৪টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে মদনগঞ্জ এম এন ঘোষাল রোডে বন্দরের ১৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল জাহের আরো বলেন,বাঙ্গালী জাতিকে শিক্ষিত করতে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কারণ,জাতি যত শিক্ষিত হবে দেশ তত উন্নতি সাধিত হবে। ১৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক মিসেস পলি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও জাতীয় পার্টির নেতা আজিজুল হক আজিজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তরুন সমাজ সেবক তৌহিদুল হাসান মুকল।