বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে যুবলীগ কর্মী ইসাহাককে হত্যার চেষ্টার মামলায় এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছেনা বলে অভিযোগ আহত যুবলীগ কর্মীর স্বজনরা। এর আগে, গত ৩১ ডিসেম্বর দুপুরে উপজেলার ভুলতা এলাকার ইউনাইটেড ফিলিং ষ্টেশনের সামনে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। ইসাহাকের বাড়ী উপজেলার বলাইখা এলাকায়।
মামলার বাদী ও আহত যুবলীগ কর্মীর স্ত্রী লিপি আক্তার অভিযোগ করে জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরে ভুলতা এলাকার ইউনাইটেড ফিলিং ষ্টেশন থেকে মটরসাইকেলে তেল সংগ্রহ করতে যান তার স্বামী ইসাহাক। এসময় পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আরমান, সফিক, আরিফ, আমিনুল, শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একদল ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইসাহাকের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়। এছাড়া দুই পা ভেঙ্গে দেয়া হয়। বর্তমানে ইসাহাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তিনি অভিযোগ করে আরো জানান, ঘটনার প্রায় ১২ দিন পার হয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি। আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।