নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে এক গরু ব্যবসায়ীকে রহস্যজনক ভাবে গুলি করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ।
শনিবার রাত সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি রসুলবাগ এলাকায় এ রহস্যজনক ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ গরু ব্যবসায়ী জয়নাল মিয়া (৪৭) কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জ নয়াআটি রসুলবাগ এলাকার মৃত হাসেম বেপারীর ছেলে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দূর্বৃত্তদের কবলে পড়া চাচা জয়নাল মিয়া ও ভাতিজা আজিজুর রহমান দুজনই গরু ব্যবসায়ী। তারা রাজশাহীসহ বিভিন্ন স্থান থেকে গরু এনে এলাকার বিভিন্ন হাটগুলোতে বিক্রি করেন।
এদিন রাত প্রায় সাড়ে ১০টায় চাচা-ভাতিজা ৯ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গরু কিনতে রাজশাহী যাচ্ছিলেন। তারা রসুলবাগের নিজ বাসা থেকে বের হওয়ার পরপরই একটি প্রাইভেটকারে আসা ৩-৪ জন ছিনতাইকারী চাচা-ভাতিজার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা জয়নাল মিয়াকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। তখন ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জয়নাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ছিনতাইকারীরা এ সময় ভাতিজা আজিজুরকেও মারধর করে বলে জানান এস আই সাখাওয়াত। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের না করায় বিষয়টি রহস্যজনক কিনা এলাকাবাসীর মধ্যে আলোচনা ও সমালোচনা হচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।