নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আল্লাহ-রাসুলকে নিয়ে কটুক্তি করার অভিযোগের ঘটনায় বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে চাকুরীচ্যুত ও পুলিশের সোপর্দ করার পর এলাকায় এখনো নানা গুঞ্জন শোনা যাচ্ছে। দীর্ঘ দিন দুর্ণীতির স্বর্গরাজ্য গড়ে তোলার পর আল্লাহ-রাসুলকে কটুক্তির অভিযোগে এক প্রকার লাঞ্চিত হয়ে বিদ্যালয় ত্যাগ করলেও কৌশলে সহসাই পার পেয়ে যাচ্ছে এক সময়কার সরকারি আমলা দুর্ণীতির বরপুত্র ফারুকুল ইসলাম ওরফে টগর। শুক্রবারের ঘটনায় ৭৬ লাখ টাকার পুকুর চুরির ঘটনা আড়ালে আবডালে থাকায় জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে একই সাথে অভিভাবক মহলে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা। দীর্ঘ দিন পরে হলেও পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় ধ্বংসের নেপথ্য নায়ক টগরের মুখোশ উম্মোচিত হওয়ায় এলাকাবাসী তার বিরুদ্ধে তদন্তপূর্বক আশু কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করছে। শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের জনৈক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান,পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরে অনেক কিছুই হয়ে আসছে। যেখানে কোন কম্পিউটার ক্লাস নেয়া হতোনা সেখানে সেখানে কম্পিউটার প্রশিক্ষনের বিল কেটে রাখা হতে। বিদ্যালয়ের মাঠ ভরাট এবং বাউন্ডারী দেয়াল নির্মাণ করা হয়েছে প্রায় বছরখানেক হয়েছে অথচ ঠিকাদারের কাজের টাকা অদ্যাবধি পরিশোধ করা হয়নি। সর্বোপরি বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা প্রতি শুক্রবার জুম্মা নামাজের সময় তাদের সভা শুরু করে এবং নামাজের পরে তা শেষ করে। তাছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম ওরফে টগর কমিটিতে শিমূল নামে এমন একজন ব্যাক্তিকে সদস্য হিসেবে অর্ন্তুঃভুক্ত করেছে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কিছুদিন আগেও সে নারীঘটিত ঘটনায় এলাকাবাসী কর্তৃক গণধোলাইয়ের শিকার হন।