বিজয় বার্তা ২৪ ডট কম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৩ ( সোনারগাঁও ) আসনে বিএনপির একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ সভাপতি সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রাব্বী মিয়া ।
রোববার ( ২ ডিসেম্বর ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় ।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সিনিয়র সম্পাদক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁও থানা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান প্রমুখ ।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহার ৯ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।