বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা প্রতীকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন নারায়ণগঞ্জ জেলা অাওয়ামী লীগের সভাপতি প্রবীন রাজনীতিবিদ অাব্দুল হাই।
সোমবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ তার হাতে এই মনোনয়ন ফরম তুলে দেন।
মনোনয়ন ফরম ক্রয়ের বিষয়টি দৈনিক অগ্রবাণীকে মুঠোফোনে নিশ্চিত করে অাবদুল হাই বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছি। নেত্রী যদি আমাকে যোগ্য মনে করে নৌকার মনোনয়ন দেন তাহলে আমি আওয়ামী লীগের সবাইকে নিয়ে এই আসনটি তাকে উপহার দিতে চাই।’