বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে নাশকতামূলক কর্মকান্ড ও পরিকল্পনার অভিযোগ এনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর নাম উল্লেখ ও ৩২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
৬ নভেম্বর মঙ্গলবার সকালে ভোলাবো তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামানা মনির বলেন, সোমবার বিকেলে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৪নং সেক্টরের এশিয়ান হাইওয়ের বিএনপির নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকান্ড ঘটানো পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় মোজাম্মেল হক, জাহাঙ্গীর, হুমায়ন, রিপন, বাদশা, মফিকুল, রাকিব, ডালিম মিয়াসহ ৭৫ জনকে নামীয় ও ৩২ জনকে অজ্ঞাত অসামী করে ভোলাবো তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন।