ঝিনাইদহ,বিজয় বার্তা ২৪
ঝিনাইদহে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে চার্জশীট দায়েরের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে যুবদল এ কর্মসূচী পালন করে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১১টায় কেপিবসু সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কে যেতে চাইলে পোষ্ট অফিসের মোড়ে পুলিশ বাঁধা দেয়।
বাধা পেয়ে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নামে সকল মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়ে বলেন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে।
বক্তারা বলেন হামলা-মামলা করে অতীতে কোন স্বৈরাচার ও অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি, এ সরকারও পারবে না। বিক্ষোভ মিছিলে পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মিজানুর রহমান সুজন, আহসান হাবিব রণক, মীর শিমুল, আরিফুল ইসলাম আনন, রবিউল ইসলাম, জেনারুল, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।