ডেমড়া,বিজয় বার্তা ২৪
রাজধানীর যাত্রাবাড়ি থানার মাতুয়াইল দক্ষিনপাড়ায় অবস্থিত হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাত বীরশ্রেষ্ঠের মুর্যালের ফলক উম্মোচন করা হয়েছে। ঢাকা ৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা বৃহস্পতিবার বিকেলে হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ের আয়োজিত এক জাকজমকপূর্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মুর্যালের ফলক উম্মেচন করেন। এসময় তিনি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন গনমানুষের নেতা। যিনি জীবনের বেশির ভাগ সময় দেশ এবং জাতির কল্যানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। যার নেতৃত্বে এদেশের বীর সন্তানেরা মহান স্বাধীনতাযুদ্ধে সক্রীয়ভাবে অংশগ্রহণ করে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাঙ্গালি জাতিকে উপহার দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। জাতি শ্রদ্ধাবনত চিত্তে চিরদিন স্বরণ রাখবে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীরশ্রেষ্ঠদের। হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান,বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ,বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর,বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান,বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ,বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমীন মুর্যালের ফলক উন্মোচন করতে পেরে আমি গর্ববোধ করছি। অনুষ্ঠানে উদ্ভাবক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাষ্ট(শিক্ষা মন্ত্রনালয়)সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল,মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নৌকমান্ডার আনোয়ার হোসেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান মন্টু,বঙ্গবন্ধু ও সাত বীরশ্রেষ্ঠের মুর্যাল স্থাপন প্রজেক্ট ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম রিয়াজ,হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ মঞ্জু-উর রহমান,মাতুয়াইল ইউনিয়ন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আক্তার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের দাতা সদস্য এস,এম আবু তাহের মিয়াজী,বাংলাদেশ সরকারী-বেসরকারী প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির ডেমরা থানা সভাপতি এম,এ সিদ্দিক মিয়া। আরও উপস্থিত ছিলেন হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, অভিভাবক সদস্য মোহাম্মদ আব্দুল খান,মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া মন্টুসহ অন্যান্য শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।