নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের আলোচিত মাদক ব্যবসায়ী রাজু ও তার মামা লিটন বাহিনী প্রকাশ্য দিবালোকে রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে মোটর চালক লগি নেতা এসএম আসলামের। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগরের বিক্রমপুর হোটেলের কাছে। মুমুর্ষ অবস্থায় আসলাম (৩৫)কে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় সাজেদা হাসপাতালে ভর্তি করেছে। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রথামিক চিকিৎসা শেষে কতর্বরত চিকিৎসক আসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জানাগেছে, মাদক ব্যবসায়ী রাজু ও তার কয়েকজন মাদক ব্যবসায়ীকে পুলিশ সম্প্রতি গ্রেফতার করে। ওই ঘটনায় আসলামকে দোষারুপ করে। ওই মাদক ব্যবসায়ীরা মনে করেছে আসলাম তাদেরকে পুলিশ পাঠিয়ে ধরিয়েছে। এরই ধরাবাহিকতায় মাদক ব্যবসায়ী রাজু ও লিটন বাহিনী আসলামের উপর ক্ষিপ্ত ছিল। গতকাল আসলাম ওই রাস্তা দিয়ে মুক্তিনগরের বাড়িতে যাওয়ার পতে মাদক সম্রাট রাজু ও তার মামা শ্রমিকলীগের নাসিক ৩ নং ওয়ার্ড এর দপ্তর সম্পাদক জুলহাস উদ্দিন লিটন এর নেতৃত্বে ২০-২৫ জন মাদক ব্যবসায়ী আসলামের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে এসএস রডের পাইপ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়ে রক্তাক্ত করে আসলামকে মৃত ভেবে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা আসলামকে উদ্ধার করে সাজেদা হাসপাতালে নিয়ে ভর্তি করে। আসলামের পিতার নাম ইস্রারিফল মল্লিক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।